অশীতিপর বাঘের বোটকা গন্ধও ঠিক নাকে এসে যায়,
শাবক মুখে পালিয়ে যায় হরিণী।
বদ্গন্ধ নাকে এলে টের পাই কাছাকাছি
মানুষের মন।
ব্রেইল থেকে শিখছি
অন্ধের ধারাপাত নতুন করে
বৃষ্টির জল গোড়ালি ছুঁলেই
দোরগোড়ায় শ্রাবণডাকা বান
শালপ্রাংশু নৌকায় ঠিকই বয়ে যাব বিরুদ্ধ স্রোত...
মনে রেখো এই জন্ম
আমাদের শেষ পরিক্রমা