ডিটেনশন ক্যাম্পে  প্রতিটি রাতই কংসের রাত!

নাগরিকত্ব হারানোর ভয়ে আত্মহননই বেছে নিয়েছেন দিনমজুর বাবা

কারা যেন বলেছিল একথালা গরম ভাতে শোক কমে যায়!

কালোজিরে চালের ভাতের প্রতিশ্রুতি দিয়ে  
ফাঁকতালে কেটে পড়ে কারা,
জানে শুধু সদ্য উনিশের ছেলেটি।
আত্মহত্যার  ঝোলানো দড়িটির পাশে
নিজেকে  লাগছে এখন
       দাঁড়াশ সাপের মতই।

..........................................