ভাঙার পর যা আর জোড়া লাগে না তা-ই
                                   ব্যক্তিগত
কেবল সান্ধ্যমুহুর্ত্তগুলো হিমেল চাওয়া,পূনর্নির্মাণ
                               করতে থাকে আমাকে
অপেক্ষা করি
যাপনের ভুল ত্যাগে যাতে না যায়  এই সময়
......


পরবর্তীতে শুধু অধিকারবোধ
জরাজীর্ণ জানলার কাঁচ সরিয়ে
এক একটি দিন ,রেখে দিই নিজের মতন।
পক্ষীরাজের আদলে
একটা ঘুড়ি
আমি নীচে
হালকা ভীষণ