এক চিমটে বিষাদ জলঘোলা করে প্রতিদিন

সাধনপিঠের উল্টোদিকে মুখ করে ঈশ্বর
প্রদীপের সলতে তবু উস্কে দেয়
চৌকাঠের জীবিত জীবন

নিজেকে সীমাবদ্ধ রাখলে আজ
কাল পরশু'র মুখ দেখা যাবে হয়তো...
হয়তো
একদিন  স্বচ্ছ সকালে দেখব
পৃথিবীর অসুখের চলে যাওয়া
করতলে বিশুদ্ধতা নিয়ে পেতে দেব হাত শূন্যে
এসো তখন