রাতপাখিরা রক্তরাঙা ঠোঁটে
আঁচড় কেটে যায় হিমভেজা উপলখন্ডে
ঝরে পড়ার শব্দ পাতাশিরীষের আঙিনায়
কিছু তো ঝরবেই, প্রথাবদ্ধ নুড়ি ও কুয়াশার কিছু অভিঘাত
দিনরাত ভাঙা আহ্নিকদৃশ্যে চোখ খোলাই থেকে গেছে,
খিলে আটকে আছে দুরের বাতাস আর
নীলাভ আলোর প্রলেপ নিয়ে ধাতব শহরের মায়া।
রাত গেলে আবারও যত্নে সাজে ঘরোয়া সকাল, ফাঁকির মত ওড়না জড়িয়ে নতমাথা
কিভাবে জানি না ঝোলে-ডালে-অম্বলে
সমস্ত অঙ্ক আপনিই মিলে যায়,মাপমত সেজে যায়
বড়ির খোপে যুক্তি -ন্যায় -সিদ্ধান্ত আপন আপন
...............