ক্ষীণ আলো থেকে গড়িয়ে পড়ছে ঈশ্বরকণার ছাই ...
নির্জনতা পাঠ্য নয়,
অন্ধকার আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় নিভৃত গরল আকর্ষণে!

আলো বড় বালাই
পারতাম যদি চিরায়ত আঁধারকেই আরেকটু টেনে নামাতে
পারতাম যদি  লোডশেডিং য়ের সেসব অধরা সন্ধ্যা ফিরিয়ে আনতে

পারতাম যদি
কবিতা ও কলমে ইতি টানতে .........।

---------------------------