১)
ঝাঁপ দিচ্ছে আসা যাওয়ার পথে পাতার ভূর্জ
কে বা কারা কুড়ায়?
ধরতে চাওয়াও তো ছেলেমানুষি… নয় কি?
কি হবে ব্যর্থ মন্তাজ জড়ো করে করে?
বিকেল পোষা জানলায় বসে
হারানো মনের রাগ থেকে ভেসে আসে পুরীয়া কল্যান-
মনে পড়ে প্রতি লাইনে তোমার দু’ এক আঁচড় খুনসুটি
বিচ্ছেদ তখন মদ হয়ে ওঠে, যন্ত্রণা বাষ্প …
২)
যেন অজানা নৌকায় অথৈ যাওয়া-আসা...
অনাবিল ঘাটের পদ্ম পার হই
পারাপার শিখি , দ্বৈতগমনে যোগিনী নদীটি
হৃৎ নড়লেই আয়ত্তে এসে যায় আকাক্ষিত চর্যাগীতি
তিন-দুই ছত্র মেশে একে, একে একে চার
মৃত্যু মোহাতুর হয়ে উঠে চুম্বনে ...
........................