একবারই ফাগুন আসে, তবে শেষবার নয় …

অথচ  
দুরারোগ্য মূর্খতায় প্রকৃত শব্দেরা ধরা দেয় না
যাওয়া হয়ে ওঠে না  তদগত ভালোবাসার কাছে

কুঁড়ির চঞ্চলতা নিয়ে যে আসে,
ভুল করেই সে পাশে বসে পাখিসুলভ

কেউ কেউ  বিঁধে দিলখুশ ছলনায়  শলাকা
কারো কারো অভিনয় তো নিজেকেই নিজে বলে ওঠে-
‘সা-বা-স’!