১
পাকদণ্ডীর স্বরূপ বোঝা দায়
সেই কতকাল ধরে যে পাহাড় বহন করে আছে
আদিপুরুষের নিঃসঙ্গ হওয়ার অভিশাপ
তারই গা বেয়ে বেয়ে
ওঠা এবং নামাও
বাতাসে সাপিনীদের হিস্হিসানি …চিতার ঘ্রাণ
পাথর ভাঙলে তো ওই পথেই সমাধি
বুনো লতা-ফুল ও বল্মীকে ঢেকে দিলে
ঢিপির কংকালে
অন্ধ এক স্মারক হয়ে থাকব কোনোদিন।
২
আদিম মৃগয়ার মত আষাঢ়ে সন্ধ্যাটি…
যুগ যুগ ধরে পেছনে ছোটায় কেবল
বৃষ্টির কল্পনায়
হরিণের মত ছোটানো হ্রেষা, দূর থেকে
দূরযায়ী...
নেবুলা বাতাসে ঘামের বিন্দুতে মিশে যায় অজস্র
বিষবালি …
সমুদ্র বিশ্রাম নিচ্ছে ত্বকে
---------------------