ফুল ফোটানো তো অসীমের খেলা।
আমি সামান্য মালি।
সমুদ্রতীর অব্দি যেতে পারি না।
ফেটে যাওয়া শিমবীজের কবজে দেখে নিই  সূর্যডুবি,
বর্ণালী ভোর।

______________________________