১
অপরাহ্নের ছোঁয়া দিতেই যেন কৃষ্ণচুড়ার আন্তর্জাতিকতা...
কিছুটা ঢেউ দিলেই ঘুম পায় নিমের হাওয়ায়
এলোমেলো চুল
হয়ে পড়ে
ঝড়ের পরবর্তী গাছগুলো ...
২
একটি দুটি পরিযায়ী
হঠাৎ উড়ে গেলে
মন উদাস হয় বৈকি
ঘ্রাণ খুঁজে ফিরি
প্রিয় মানুষের
কত প্রেম কত অনুরাগ
বাসি হলেও উৎসব অনন্ত
------------------------