যেতে যেতে অন্য এক কুমোরপাড়া...
মাথার ভেতরে কাদের এক শয়তান মাথাচাড়া দেয় কেবলি, বলে
মেয়েমানুষের ঠাকুরগড়া যদি এতই সহজ হত!

ব্রাত্য খড়, অপমানে ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক, ওদিক
সবই যাবে  বিসর্জন একদিন
নদীমাতৃক জঠরে
এত এত কথার কাঠামো
গায়ে সন্দেহের মাটি লেপে
যদি উৎসে থাকে সন্দেহ ও অপ্রেমের বীজ।
............

( সাম্প্রতিক খবরে মেয়েরাও ঠাকুর গড়ছেন,কবিতাটি তারই ভিত্তিতে)