এক চাওয়ার থেকে অন্য চাওয়ার দিকে ছুটে চলা।
অসংখ্য ডেডলাইন পেরিয়ে
নো ম্যান্স্‌ ল্যান্ড ছুঁয়ে থাকার দৃষ্টান্তও অনেক আছে।
এই যে আমি, বলতে ইচ্ছে করে
ফিরে এসো ...
এইভাবেই বাতিল গল্পে বারবার।
আরেকটুখানি ঘন হয়ে এস।আদা চা ও বাখরখানি সহযোগে
এই জীবন
পরিকল্পিত জুমের বাগানের মতই
যদি গোছানো যায় স ঠি ক তৎপরতা নিয়ে।

..........................................