অত;পর ঝুঁকে পড়া অন্বেষণ থেকেও মাটি উঠে আসে,
মাটিই উঠে আসে আগে সরজমিন তদন্তে
আত্মপ্রতিকৃতির উপর ঝুঁকে পড়া
কুমারীর ভিজে শ্বাস
সেও তো অন্বেষণ …
লাঙলফলার বিরানমাঠে ফসলের নকশায়
নবজন্মের অন্বেষা।
এবার ফুল ফোঁটার দিকে চেয়ে আছে শিউলির বাঁজা গাছটা
সারা গায়ে আদিম অদ্ভুত স্বস্তি নিয়ে
আমরা আবার তাহলে হেঁটে যাব শিউলিতলা …
একটুকরো দীদার সাথে নিয়ে।
*দীদার-দর্শন, সাক্ষাৎ