তো এইভাবেও বলা যায়-
জীবনের গল্পটা ডাকনামের মতই মোহময়। ফারাক একটাই -
ইলাস্টিকের মত যতদূর টেনে নিয়ে যাও, ছেড়ে দিলে  
সেই দু’লাইনের অনুকবিতায় এসে ঠেকে।
একপশলা বৃষ্টির সারাংশ লেগে থাকে শেয়ালকুঁচিতে
         কাঁচমুদ্রায় ...ক্ষণিকের যদিও
কারো চোখে কি পড়ে না?
ডিজিটাল আততায়ীর সংখ্যাই বাড়ছে শুধু ...
দিনের প্রেম এখন রাতের প্রতিহিংসা!

.............................................।