খুব সুন্দরেরও সর্বনাশ আসে......
খুব ছোট্ট চিন্তার ফোকরের মধ্যেও ঢুকে পড়ে একরাশ কালো ধোঁয়া,
বিপজ্জনক
জুমের টংঘরে বসে ভাসমান বিলাপ

পূর্বোত্তর মেঘের মত
অন্তঃসারশূন্য
পরতে পরত খুলে
সব দেখিয়ে ফেলা।

প্রাপ্তমনস্ক জটিলতা বয়স বাড়িয়ে দেয় চানক্যনীতির

মেধা ও বিত্ত-
প্রাচুর্য না থাকলে সবটাই গুরুত্বহীন।