স্বপ্নের সাথে বাস্তবের অমিল যতটা আশা করা যায়, তার চেয়েও বেশি।
ক্রমাগত ভাঙা এবং মেলে ধরা-
অন্তমিল গোছাতে গোছাতে রাতভর
কালো অক্ষরগুলো মোরগের মত দাপিয়ে বেড়ায় হৃদয়পাড়া,  

চেয়েছিলে এই অপেক্ষা আরো দীর্ঘ হোক। তিলতিল রাত বাড়ুক
              গভীরতর প্রশ্বাসে ...

বালির বাঁধ ভাঙবে পায়ে পায়ে           অথচ
পায়ের পাতা জানল না, এমনও কি হয়?
অন্তরঙ্গ ছোঁয়া গিয়ে গভীরে ভাঙবে,
হু হু তান পুড়বে
কান্নার আগুনে,
অথচ মন জানবে না, এমনও কি হয়?

.....................