ভাদ্রের রোদে দাঁড়িয়ে আইসক্রিম, ঠোঁট ছোঁয়ালে
ঠোঁট পুড়ে যায়


মেঘঢাকা দিনও রাত-
হিলষ্টেশনের ছোট্ট গ্রামে।


সদ্য হিমের  অনুভূতি হয়
সান্ধ্য ট্রাফিকে জেব্রা পারাপারে …

১০
ঢেঁড়স ফুলের গা বেয়ে কচিগন্ধ ...
অভিশপ্ত শুধু চাঁদ কেন?

১১
অন্ধকারও দূরবিন।সব চেনা যায় দুর এবং কাছের ...
আলোতে তো সবাই অভিনেতা।

১২
বুদ্ধিজীবী দু’দিক থেকে দেখলে একইরকম
ঠুলিপড়া সচেতন স্বার্থপর।




.....................