১
শীতল বাতাস বয়
অনামা ফুলের বুকে
মৃত প্রেম জাগে
দিশাহারা হৃদয় মন
ভাষা হারায় আবেগে।
২
কোপানো মাটি
শিশিরের ছোঁয়া পেয়েই
ভরে যায় ঘাসে
মত্ত পরকীয়ার প্রেম
পার্কে রোজ দৃশ্য ভাসে।
৩
দিন যে কাটে না
ক্লান্ত ভাদ্রের,অপেক্ষায়
জল ঢেলে দেয় মেঘ
চোখ ভাসে বিরহিনীর
কবিতায় লিখো তাকে।
৪
ব্যাকুলতা নেই
আশাভঙ্গই হয় শুধু
অপেক্ষায় থেকে
শয্যাও কন্টক,রাত্রির
নিদ্ হারাম,শিখলাম ঠেকে।
৫
অসহ্য ভাদ্রে
মাথায় কৃষ্ণ তাল ঝুলে
দগ্ধ তালসারির
দহনের কথা ভুলে
সূর্য নরম পশ্চিমে।