জংলাফুল হাসে জলার ধারে...
হাওয়ায় মেশায় মেশকে আম্বর
বেপরোয়া জলবাতাস আদরের নামে
এঁকে দেয় বিষাক্ত চুম্বন

প্রতারণা বড় হওয়ার এক তাজা বিশেষণ।

কত দ্রুত ছলাকলায় ভুলে যাই আমরা,কত সহজে জীবনের
রঙচঙ কত
ছবিতে রাখি
কেন যে রাখি!
স্খলিত মাস্তুলের মত কত বিনিময়
কত অনুযোগ যে মিশে যায় ছায়ার কৌতুকে
ছোট-বড় সব যাওয়াই থেকে যায় শেষমেশ
অলিখিত শব্দের বাগানে।

..................