কিছু সন্ধ্যার পরিচিতি আগামীকালের চেয়েও
দূর্গম ,একে অন্যে...
মায়াকোভস্কির প্রেমের কবিতার মত করে
হন্যে হয়ে প্রেম খুঁজছিলে,
ফিস্ফাসের এই পৃথিবীতে তখন
পাতাঝরা সিম্ফনি, অবিকৃত রয়ে গেছে ফুস্ফুসে।
আমাদের মাঝের বৃত্তে কুয়াশায়
যে খড়ো আগুন রচনা করেছিলে তার অলাতচক্রে জন্ম নিচ্ছে
প্রেমের বর্ধিষ্ণু অঞ্চল।
জানতে না ছোঁয়াচে এ আগুনে
কতটা পুড়ে যাওয়া পায় শুধু
পুড়ে পাওয়া সবটাই......।
................