তাপ কামড়ে রেখেছে যেমন পাথরের বুক-
জীবাশ্মগুলো ফেটে গেলেই অহল্যামুক্তি তারও...

জানলার  উপোসি তুমি অজস্র দিনের
তবে কি গল্পভারেই কি নুয়ে আছে বোগেনভিলিয়া?


সব অধিকার ফুল ছেঁড়ার মত-
একটানে একদিন
যার যেমন সময় হয়।
অধিকারে লুঠতরাজ
প্রাচীন বর্গী মহাজনের হাতে যেমন  
অসহায়  খেতখামার চিরদিনই
জেগে ওঠে খেলার প্রতিভা
অধিকারকে ন্যায়ের দরজা দেয়,
এমন লোক সংখ্যায় খুব কম।
............