এই সময়টা বড় জটিল...
ৎ এর সাথে সন্ধি হয়েও হয় না শরবনের।
বুনো চাঁপার বাষ্প-গন্ধ ইত্যাদি নিয়ে মিশে যাওয়া ছাতিম বাতাস।
রাতকুয়াশার তন্তুতে নেমে আসে ধূলোর মাঠে হ্যালোজেন আর্দ্রতা।
প্রিয়,খুঁজে চলি এসো রোদজ্বলা বলিগ্রস্ত সেসব হাতে
তুলে দিই কদিনের অন্নজল
গায়ে-গতরে খেটে
আমাদের ঘরকে উৎসবমুখী করে গেল যারা।
................................................