চোখের ভেতরও আর এক অদেখা নদী,
নিষ্পলক তাকালে চোখের কর্ণিয়া জলে ভাসে,
আর এও সত্য যে সুন্দর পাখির দিকে
বারবার তাকালে
ভেতর ভেতর আদিম শিকারের এক লোলুপ নেশা জন্মে,
কতটুকু হিংস্র তারা!
বৈরাগ্য ধুয়ে গেছে পশুরক্তে যেদিন,
বিবেকের উঠানে দাঁড়িয়েও
দলবদ্ধ
নয়তো এককভাবে
মানুষই এখন মানুষের সর্বশেষ শিকার !
-------------------------------