কি প্রত্যয়ে অন্ধকার ডাকছে
না ধূলো ,না আলো
বাওকুড়ানি পাঁক খেয়ে  শুধু শুধু ভাবাতুর করে দেয়
ইমন সন্ধ্যাটিকে
একলাটি লাগছে অথবা লাগছে না কিছুই
যেমনটি হয় কোনো কোনো দিনে


তোমার অভিমানী চোখ দেখি শেষবেলার  শালিকে
তোমার ঠোঁটে পানকৌড়ি নেমে যায় বুকডোবা ঘাসে
তোমার গলার ঘামে কন্ঠিবদল করে তপ্ত জল
থির বাদল,
ভিতরমনে গেঁথে যায় কয়েকটা শ্লোক বৈষ্ণবমিলনের
কুজনমন্ত্রে পাখিরাও ডেকে ডেকে ফিরে যায় নিজস্ব পাড়িতে
নিজগুণেই তুমি থেকে গেছ আজও আমার প্রাণের পুরুষ
দেহের মিলনের চেয়েও আত্মার বহুদূর