পৌষমুলুকের আমন্ত্রণে জেগে ওঠে মৌতাত
সুদূর বনভোজনের
উপায় নেই যাবার ...
অন্য শহরে শীত বুঝি অশালীন
মনেহয় পাপ ছুঁয়ে ফেলেছি

নাইট ল্যাম্পের শেডের তলায় যত না আলো
তারচেয়ে পুরুষ্টু কালো অভিমান।

.................................