বিবর্ণমাটির কাছে থেকে যায় জকি'র লাশ, পরাজিত ঘোড়াদের জিন
হাড়মাংসে থেকে যায় অভিন্ন সংগ্রাম
উচ্ছ্বসিত বীণবাদকের ঠিকানায়
সুরেলা ভালোবাসাও থাকে তদ্রূপ
দূরত্বে থেকেও কিছু মানুষ খুব কাছাকাছি থাকে মনের
এই থাকা নিঃস্ব অলংকার
হাড়ের বোতলে বেদুইনের আতর সুগন্ধ যেমন
ছুটিয়ে বেড়ায় মরুদস্যুকে
আদ্যিকালের থেকে বহুদূর..