নিসর্গের বাইরে যত সব হিংস্র ছবি
হৃৎপিণ্ডের জলে ভাসে
অসুখের পিরান্‌হা, হাড়-মাংস খুঁটে খেতে তৎপর...

নিত্যসঙ্গী মুখোশে ভালোলাগা'ও ক্লান্তিকর হয়ে ওঠে
কখনও...
নৈমিত্তিক হ'লে সব নতুন করে গড়ি।আপাত সন্ধি।
স্বপ্নলিপি জমা রেখে দিলাম হিমঘরে।