কখনও আস্ত বসন্ত পার হই নি
কারো হাত ধরে
আজ মরণেও বেহাগ সুর।
একযুগ অন্ধকার থাকে না মরুদেশে,
পৃথিবীর কোথাও নিশ্চিত শিশু হেসে উঠবেই
ঘুমন্ত গোলাপ ঘেরা,
কপালে অক্ষত প্রলেপ নিয়ে
সর্বোত্তম  মায়ের চুমু।

..................