ভ্রমনে্র ব্যর্থ দিনও দুরু দুরু আনন্দ,
অঘোষিত মুক্তি-
এও এক অভিশপ্ত মজা
যাপনে জীবন উহ্য রেখেই  লুটে নিতে হয়।


আরতিতে জাগছে ফের সন্ধ্যের মন্দির,
নদীপারের আশ্রম
সান্ধ্য সবুজ অন্ধকারের গায়ে আরেকটু জলীয় ভাপ
উড়ে আসে
শুভেচ্ছার নরম পঙক্তিগুলো থেকে …
একসাথে বহু শুকনো মচমচে জীবন আর্দ্র হয়ে আসে
একরত্তি চাঁদ উঠে এলে চোখের রাস্তায়
মুগ্ধ জগতের অন্তিম
জুড়িয়ে নেমে আসে মন পর্যন্ত
নির্জনতার প্রতি তখন বুনো টান,

অন্য আকর্ষণ ...


কন্ঠিবদল তবে বৃষ্টিদিনের সাথে
মাঠ-ময়দানের মত ভিজি ...এসো
বৃষ্টিতে যুগ্ম ভেজা-
বাহান্ন তীর্থে যেয়ে পাপ ধোয়ার মতই।

-----------------------------