১
বাংলা ভাষায় বলতে কথা যাদের অসুবিধা
হয় তারা গর্দভ নয় শুদ্ধ নিরেট গাধা
কুলের কুলাঙ্গার
দিই তুলে আছাড়
ইচ্ছেহয় মাখিয়ে দিই মুখে কালি কাদা
২
বিলেতফেরত জামাই নিয়ে বেজায় গর্ব নন্দীর
খই ফোটায় ইংলিশে আর টাকার মস্ত কুমির
আসবে মেয়ে যেদিন
পাড়ায় সাজো সাজো দিন
ভাঙল দেয়াল ভিড়ের চাপে, মাথায় হাত নন্দীর।