১
নক্শিকাঁথা ছাড়া দাদুর আসে না তো ঘুম
ভাদ্রমাসের রোদ্দুরেতে হল কাঁথা গুম
দাদুর মেজাজ সপ্তমে
দিদার গলাও পঞ্চমে
লুকিয়ে কাঁথা দেখছে মজা দুষ্টু নাতি সোম।
২
মান আর হুঁশ নেই যার সেই তো অমানুষ
উদরভরা অহংকারে মস্ত একটা ফানুস
শেকড় কান্ড ছেঁটে
গাছকে করে বেঁটে
বইয়ের বিদ্যে যন্ত্রে গিলে রোবট হচ্ছে মানুষ।
৩
কানটা মলে দিলেই তো আগুনটা আর বাড়ত না
বুদ্ধিজীবী খুড়োর কথা শুনেও কেউ শুনল না
হল খুড়োর সন্দ
এরা সবাই মন্দ
নিম্নকোটির দেশে জন্মে হল যে কত লাঞ্ছনা।