মাথা উঁচু টাউন টাওয়ার-
অলিগলি যেখানেই যাও সবাইয়ের দিকে নজর তার
কখনও ফিকে জঙ্গলের পরিধির দিকে
কখনও ইমারত ঘেঁষা
পাকাপোক্ত কাঠ ফুঁড়ে ওঠা মাসরুমের নজর
এড়াতে পেরেছে কি কোনো নির্বিকার পথচারী?
কচি নজর এড়ায় কি করে?
শুনশান দুপুরে
কাঁচা ঢিলের পাখোয়াজি বোল তাই
পাকা ফলটির আচমকা গায়ে
................