অথর্ব ব্যাকরণ বোঝানোর চাইতে কোনো রাজনৈতিক দলে
কোরাস গাওয়া অপেক্ষাকৃত সহজ!
সিস্টেমের বিরুদ্ধে কিছু বলতে গেলে
আলজিভ শুকিয়ে আসে
রক্তচাপ ধোয়া অন্তর্যামী স্রোত... গিলে নিই,
ঘিলু-ছেঁড়া সঙ্গীত ভাসানের মিছিলে
ক্ষমারা শোভাযাত্রায়
গা ভাসাতে শিখে যাও শৌখিন জ্যামে
কে কার আপন-পর ঈশ্বর
-নাই-বা জানলে!