১)
টোটেমের গায়ে নতুন বিশ্বাসের জল পড়ে
আর
উত্তুরে হাওয়া এসে লাগে আমার গায়ে,
বুকে
সর্বনাশের ভঙ্গিমায়-
যা একটা সত্যি অতিক্রম করে আসে
আর তোমাকেও ..

২)
একটা দুটো করে জীবনের ছন্দ হারায়,তবু জীবন চলে।
মৌন পদাবলীও কখনো অলিখিত সংবেদ
কথার অঞ্চল জুড়ে অক্ষরে অক্ষরে চলে হিমবোনা
স্খলন মুহুর্তে তাও  মেঘ হয়ে যায়
বিকিরণ পার হয়ে আসা কুয়াশা রাতের রোম ছুঁয়ে যায়
নাগরদোলায়
উঠছে নামছে দুজন তবু এক পৃথিবী
ঘনিষ্ঠ শ্বাস, শ্বাসের ছোঁয়ায় ...