অপটু হরিণের মত শিকারের দুনিয়া থেকে পালাতে চায় মন
যদি এমন হত খৈয়ামি মুগ্ধতার বিকেল থেকে আর ফেরা হল না
একা সাঁঝ আমাকে নিয়ে চলে গেল আরও পশিমে
অন্য অনেক মেরুতে
আরও একটি শূন্য খেলার মত
ছুটির
দিন গোনা
মস্তিষ্কের কিছু অংশে জড়তা, শীতের নাগরদোলা
বোঁ বোঁ ঘুরছে যেন
আবেশ জড়ানো ভার্টিগোয়

মাটির সড়ক সাপ হয়ে তাকিয়ে থেকেছে গুমশুম

আমি জানি যে রঙেরই টিপ পরি না কেন একদিন আঠা চলে গেলে
বেহদ্দ বোকা বনে যায়,
হাতে উঠে আসে

যাপনে ফেলে আসা মতবিরোধগুলো
এখন যদি বল বিনিময়
মন কি অনুসরণ করতে চাইবে তাকে?

অথবা ঠকে যাচ্ছি বুঝতে বুঝতে
কিছু মিথ্যের আশ্রয় নিয়ে অবিকল্প থাকা …
পায়ের তলার মাটি কি জানবে
ওপাশটা ভাঙছে কেন চুপিসারে ?