এক

নাবালক ভাইপোটি ঘুড়ি ওড়ায় ছাদে
ঘুড়ি কেটে শেষমেশ পড়ল খুড়োর পাতে
উল্টে গেল মাছের মুড়ো
বেজায় ক্ষেপে উঠল বুড়ো
রাগ ভাঙাতে খুড়ি দিল রায়তা ঢেলে ভাতে।

দুই

বিত্ত পরের,উদরে নিয়ে নেত্য করেন মন্ত্রী
নোটের দেখায় পেট ভরেন আর চিবিয়ে মুখশুদ্ধি
নোট লুকাতে ভবন
নিলেন সখীর শরণ
ফুলের বদলে নোটের শয্যা, আজ যে সেসব স্মৃতি!