১)
বড্ড তাড়াতাড়ি মুছে যায় দিন
কত তাড়া থাকলে সবসময় পাখি-পাখি ভাব
জীব ও জগতের

শুধু তাড়া নেই আমার
কারও কারও তাড়া দেখলে পুলক হয়
মাথায় দমাদ্দম বাজ পড়ছে যেন
ফিরে তাকানো নেই
ক্ষণিকের সাক্ষাৎ অসাক্ষাৎ যেমন!

২)
নতুন বলে কিছু নেই
হতে পারে এক ঝটকা ভেজা নিমবাতাস-ই
নতুনত্বের দাবিদার।

তবু নির্মাণ জারি থাকছে -
শীর্ষ চুড়া থেকে মাটির তলদেশ পর্যন্ত
নেই নেই করেও অনেক ভালো স্মৃতি
স্মরণযোগ্য কিছু সংখ্যক দিন
আমি তাদের চর্যার কাছে ঋণী

...........................