স্বৈরিণী
শৈত্যপ্রবাহে  উৎস হারায় পৌষের নদী...

ভালোবাসার অশ্রুজলে গলে যায়
জমাট কঠিন বৈখরী ভাষ্য

উইয়ের প্রণয়ে
ঝুরঝুরে ক্ষয়ে যায় শেকড়ের সংসার

গুল্মের বেষ্টনীতে বাসা বাঁধে নষ্ট কীট

তারপরেও
কোন জাদুবলে বৃক্ষ ক্রম বাড়ায়,পরিধি ...

দু'চোখ ঝলসে দেয় সৃষ্টিবীজ, পয়মন্ত মাটি কামড়ে
আঁকড়ে থাকে ডাগর জীবন।

...............