পৌষের পরিযায়ীদের মূহ্যমান জীবন নিয়ে
ছাতিমতলা আজও অন্ধকার,
লাল সন্ধ্যামণি ফুলে
লুকোচুরি খেলা করে হিমবাতাস
রক্তপর্ণী গাছেরা পাতায় লালচে রঙ মাখিয়ে
পরাগ উড়িয়ে দেয় সংগ্রামী জীবনের দিকে
স্লথের বেশে মৃত্যুঞ্জয়ী আশাবাদ
ধীরে ধীরে রহস্যময়ভাবে আকৃষ্ট করে
যাপনের সমগ্রতা, বোধ ও আনন্দের নিরুপম
ছবি আঁকে অপর পৃষ্ঠায়।
------------------