আজকাল ভিটার তদারকিতে ঈশ্বরও
আসেন না,দৃষ্টির কৌণিক বিস্তার একশো আশি ডিগ্রির চেয়েও কম
তাই সীমায়িত বাস্তু জমিতে পুনঃ পুনঃ ফিরে আসার গল্প জমে
রং ধূসরতার ঘাসে প্রয়োজনভিত্তিক হাঁটাচলার মধ্যে জন্মানো
একক সুখানুভূতি
পেয়ে যাচ্ছে ভালোবাসার নতুন মরফিম
তবে আর শব্দে শব্দে মুখর কেন?
নীরবতাই চলুক প্রাসঙ্গিকভাবে...
[ মরফিম- রূপমূল অর্থে]