ঝড়ও একসময় শান্ত হয়ে যায়...
মুখশুদ্ধির মত আসে সোঁদা বাতাস
চোখ-মুখ তরতাজা করে যায়
সান্ধ্য আইন নরমভাব ফেলেছে নিয়নের সন্ধ্যায়
একটা গুডস্‌ ট্রেন ছাড়ার মুহুর্তে
গুব্‌গুব্‌ মাদল বাজাচ্ছে দূর শহরতলিতে,

পৃথিবী নজিরবিহীন ভয়ের দেশ
মন মানতে চায় না যে

............