অতঃপর
মনখারাপের পাশে শমীগাছের ছায়া-কি যেন নেই ভাবটা
সেঁটে আছে সান্ধ্য গজলে...
আনন্দ বদলে শুধু বিষন্ন কেন বাজে ভায়োলিনের সুরটা?
বাতাস যে ছড়ায় বৃষ্টির আগুন ঘিরে লোহরি গান,
নির্জন কুঠুরিতে বসে শুনি তার সারসংক্ষেপ
চন্দ্র অভিযানে চুপি চুপি রেখে গেছে যে বিরহের ভ্রম
তাকে কেন ভুলাতে গিয়ে ভুলতে বসেছি সব?
চেনা যেন প্রতিদিনের অচেনা,
তার আশ্রয়েই থেকে যাই তবে...?