মন ঘুরে ফিরে আসে কেন কিছু পাবার আশায়?
গর্হিত অথবা অনায্য কিছু অহেতুক মন মাতায়
আজ বুঝি যমুনা কেন ঝাঁপ দেয় অথৈ জলখেলায়
মন ঘুরে ফিরে আসে কেন কিছু পাবার আশায়
আশাহীনের বাস্তবতা শুধু চেয়ে থাকা
চাঁদ সন্দর্শনে জন্মের চোখ মেলেছিল বিশাখা
মন ঘুরে ফিরে আসে কেন কিছু পাবার আশায়
গর্হিত অথবা অনায্য কিছু অহেতুক মন মাতায়।
(ট্রায়োলেট কবিতা লেখার প্রথম প্রয়াস)