চন্দ্রবিন্দু’তেই থেমে থাকে চাঁদের কলঙ্ক
কখনও মাথায় ওঠে না
কপালেও না
যে সব কুটিরশিল্প গড়ে সেসব মোহময় চাঁদের আলো থেকেই...
যতটুকু ক্ষুদ্র আলো আসে কড়ি বর্গা ছুঁয়ে
এখনও তাই-ই যথেষ্ট
তাই দিয়েই সাজাতে থাকি
নির্বাণের সমস্ত উপকরণ
...............