ঢিলছোঁড়ার দূরত্বে
বিসর্গের মত ঝুলে থাকা আমগুলি,
ঝড়ের মাতামাতিতেও ছিল স্বস্তিতে
অদ্যই সহসা কে বা কারা খুলে নিয়ে গেল
গাছেদের অংশু
সম্বৎসরের প্রতীক্ষাটি জড়ো হবে আবার আগামী
বসন্তবিষুবে।
মৃত্যুর অধিক যুদ্ধগ্লানি,অপঘাত বইছে মাটির শরীরে...
গাছগুলি না আবার চিরতরে বন্ধ্যা হয়ে যায়