হিমবাহ হল পৃথিবীর শিরস্ত্রাণ!

ভাঙে সবই একদিন
মান-অভিমান,
হিংসা ও লবণের মত ক্ষয়
নদী ভাঙতে ভাঙতে কংসাবতীর ক্ষয়

ক্ষয়িষ্ণু সব
জলের তলায় গিয়েই  ভাঙে সব...
মরুর বালির ধ্যান

জলের তলায় ঘর হবে
একদিন  আমাদেরও
দেখে নিও

সমস্ত গ্ল্যাসিয়ার একসাথে ভেঙে গেলে
বিচিত্র সংসার গড়ে তুলব দুজনায়
বেলে-সরপুঁটিদের গ্রামে।