জন্মেছি,বেড়ে উঠেছি নিজের মত করে
রয়ে গেছে ক্ষুধার তাগিদ
জীবনের দামে জাগিয়ে রাখি চাঁদ-সূর্য-গ্রহ-নক্ষত্র-প্রকৃতি
নিঃসঙ্গতাটুকু কাটিয়ে ওঠার প্রয়োজনেই সব
জীবন এমনই- একটু রুদ্ধশ্বাস গোপন, একটু তুলকালাম
একটু লেনদেন, একটু হেরাফেরি ,
সামান্য কথার আঁচড়ে মেঘ মেশে। মুখ নামিয়ে রাখলে কখনও
ভারী হয়ে আসে ছায়া, কখনও
শরীর।
মুলতঃ আমি সেখানেই থাকি
যেখানে উহ্যপদে তুমি আছ।
...........................