সব বাসাই যেন আশা ফেলে যাওয়া...
দুপুরের ঘাটে যাও বা দু'-একটা নৌকা ভিড়ে.. আবার কোথায় যেন চলে যায়
নিস্ফল পাখি কৃষ্ণবিবরের দিকে পাক খেতে খেতে
চলে যায় ঘটনাদিগন্তের দিকে।
যে ডিমগুলো ফোটে না তার খোলস ঘিরে কি অসীম চাওয়া পাওয়া...
পুষ্টির গুণেও।
পাতার রন্ধ্রে কিছু রূপান্তরিত গরল গুছিয়ে রাখছে শূককীট...
ঊনতম প্রজাপতিটিও
খুঁটিছোঁয়া