আজ  নকল সিঁদুরে মেঘ করেছে বলে জোয়ালে বাঁধা গোরুগুলি
বারবার কেঁপে উঠছে।
পিছু নেয় ঘরপোড়া আক্ষেপ ,পাতার মত অজস্র খোসা
মাঠ-ময়দানে পচা গন্ধ ছাড়ছে।
বসন্তে সাড়া দেবে বলে বনবাদাড় ঘেমে আছে,
নীল রক্তের মত নীল কিশলয় জেগে আছে জ্যাকারান্ডা ফুলে।

রাঢ় জমিনে গহীন কুয়াশা ,আকাশও সেখানে ডুবে আছে...
ইন্দ্রিয় ঘষে ঘষে বারুদ পোড়াতে হয় এইসময়।

-----------------------